Site icon Jamuna Television

কোয়ারেন্টাইন ব্যবস্থা রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপ চালুর পক্ষে মত ডু প্লেসির

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ও পরে ১৪ দিনের কোয়ারেন্টাইনের ব্যবস্থা রেখে টুর্নামেন্ট চালু করা যেতে পারে, তবে তা নির্ভর করছে ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যে সংশ্লিষ্ট দেশ ও আইসিসির ওপর। তামিম ইকবালের সাথে লাইভে এসে এমন পরামর্শ দেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি।

বাংলাদেশি দর্শকদের প্রশংসা করা ডু প্লেসি সুযোগ পেলে বিপিএলে খেলার আগ্রহ প্রকাশ করেন। একই সাথে গেল কয়েক বছরে বাংলাদেশের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা প্রোটিয়া অধিনায়কের কণ্ঠে।

ফ্যাফ ডু প্লেসি জানায়, ‘আগামী ডিসেম্বর-জানুয়ারি পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপে একটা বড় বাধা হতে পারে। তবে স্বাস্থ্যবিধি মেনে টুর্নামেন্ট আয়োজন করা যেতে পারে। বিশ্বকাপের আগে ও পরে দুই সপ্তাহের ক্রিকেটাররা আইসলেশনে থাকতে হবে ক্রিকেটারদের।’

ডু প্লেসি আরও জানায়, ‘বিশ্বকাপে বাংলাদেশ এতোটা ভালো করবে এটা আশা করিনি। পুরো টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশ ধারাবাহিকভাবে ভালো করেছে। এটা আমাকে বেশ মুগ্ধ করেছে। আগে দু’একজন ক্রিকেটারের পারফরম্যান্সে ভর করে ম্যাচ জিততো বাংলাদেশ, আর এখন দলগত পারফরম্যান্সে।’

Exit mobile version