Site icon Jamuna Television

নিপীড়নের দায়ে ফের অভিযুক্ত মিয়ানমার সেনাবাহিনী, দায় স্বীকার

রাখাইনে অন্যায়ভাবে নিপীড়ন চালানোর দায়ে ফের অভিযুক্ত মিয়ানমার সেনাবাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের কাছে বিষয়টি স্বীকার করেন সেনা মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল জাও মিন তুন।

নৌকায় চোখ-হাত বাঁধা একদল মানুষকে বর্বর নির্যাতন করছে সেনাসদস্যরা- সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এ ভিডিও। এ ঘটনায়, আবারও সমালোচনার মুখে পড়লো দেশটির সেনাবাহিনী। বিতর্ক এড়াতে, সামরিক বাহিনী তড়িঘড়ি নিজস্ব ওয়েবসাইটে বিবৃতি প্রকাশ করে।

তারা বলে, ভিডিওটি ২৭ এপ্রিল ধারণকৃত। দাবি- নির্যাতিত ব্যক্তিরা আরাকান স্যালভেশন আর্মির সদস্য; তাদের সিতওয়া’য় নিয়ে যাওয়া হচ্ছিলো। বিবৃতি অনুসারে, অভিযুক্ত সেনাসদস্যদের আটক করা হয়েছে; গঠিত হয়েছে ট্রাইব্যুনালও। ২০১৭ সালে, সেনাদের হত্যাযজ্ঞ থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেন ১১ লাখেরও বেশি রোহিঙ্গা। আন্তর্জাতিক অপরাধ আদালতে সংখ্যালঘু নিধনের দায়ে অভিযুক্ত মিয়ানমার।

Exit mobile version