Site icon Jamuna Television

বোরো ধানের ভালো দাম পাচ্ছেন কৃষক: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

করোনার প্রাদুর্ভাব সত্ত্বেও কৃষকরা গেলবারের চেয়ে এবার ধানে বেশি দাম পাচ্ছেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। হাওরসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভেজা ধান ৬৫০ থেকে ৭৫০ টাকা ও শুকনা ধান ৭৫০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে ।

বৃহস্পতিবার সকালে ধানের দাম নিয়ে অনলাইন ভিত্তিক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, হাওর অঞ্চলের শতভাগ ও সারাদেশে ৪৮ ভাগ বোরো ধান এরইমধ্যে কাটা হয়েছে।

তিনি আরও জানান, এবার ২০ লাখ ২৫ হাজার টন খাদ্যশস্য কেনা হবে। করোনা প্রাদুর্ভাবের কারণে কৃষিখাতে মাত্র ৪ শতাংশ সুদে ১৯ হাজার ৫শ’ কোটি টাকা বিশেষ ঋণ প্রণোদনা দিচ্ছে সরকার। ধানের সার্বিক উৎপাদন পরিস্থিতি পর্যালোচনা করে, পরবর্তীতে চাল রপ্তানির বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান কৃষিমন্ত্রী।

Exit mobile version