ত্রাণ আত্মসাতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলার ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
জি এম কাদের বলেন, করোনা সংকটে অসহায়রা ত্রাণের জন্য রাস্তায় ঘুরছে, কিন্তু একদল অসাধু জনপ্রতিনিধি হতদরিদ্রের ত্রাণ সামগ্রী চুরি করছে। তাদের কেউ কেউ গ্রেফতার হলেও অনেকে শুধু সাময়িক বরখাস্ত হয়েছে।
তবে, শুধু সময়িক বরখাস্ত নয়; ত্রাণ আত্মসাতকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেন জি এম কাদের।

