Site icon Jamuna Television

নারায়ণগ‌ঞ্জে অর্ধশত দোকান পুড়ে ছাই

নারায়ণগঞ্জ প্র‌তি‌নি‌ধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধশত দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভুলতা এলাকার গাউছিয়া কাচাঁবাজারে এ ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গাউছিয়া মার্কেটের পাশে কাচাঁবাজারের দোকানে হঠাৎ করে আগুন জ্বলে উঠে। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ এম এ মান্নান জানান, আগুন লাগার সংবাদে ছয়টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Exit mobile version