Site icon Jamuna Television

করোনা: শতভাগ নির্ভুল অ্যান্টিবডি টেস্ট কিটের অনুমোদন দিল যুক্তরাজ্য

রোচে’র অ্যান্টিবডি টেস্ট কিট Elecsys® Anti-Sars-CoV-2

প্রথমবারের মতো করোনাভাইরাসের অ্যান্টিবডি টেস্ট কিটের অনুমোদন দিল যুক্তরাজ্য সরকার। খবর ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান ও টেলিগ্রাফের।

সুইজারল‌্যান্ডের ওষুধ প্রতিষ্ঠান রোচে’র অ্যান্টিবডি টেস্ট কিট (Elecsys® Anti-Sars-CoV-2) প্রায় শতভাগ সফল হওয়ায় তা ব্যবহারে অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য।

টেলিগ্রাফের এক প্রতিবেদেন অনুযায়ী, যুক্তরাজ্য এখন তাদের পক্ষে যতটা সম্ভব এই টেস্ট কিট হাতে পেতে চায়।

ব্রিটিশ সরকার করোনার বিরুদ্ধে লড়াইরত ফ্রন্টলাইন কর্মীদের জন্য এই অ্যান্টিবডি কিটের পরীক্ষা চালাতে চায়।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকার এখন রোচের সাথে আলোচনা করছে এবং টেস্ট কিটটি পাবলিক হেলথ ইংল্যান্ডের পরীক্ষায়ও পাশ করেছে। সে কারণ এটি দ্রুতই বেশি পরিমাণে পেতে চাইছে ব্রিটেন।

বর্তমানে বাজারে যত টেস্ট কিট আছে তাদের ভেতরে এই টেস্ট কিটই সবচেয়ে নিখুঁত যা প্রায় ৯৯.৮ শতাংশ সঠিক ফল দেখাতে পারে।

Exit mobile version