Site icon Jamuna Television

নতুন করে সংক্রমণ ঠেকাতে গণহারে করোনার পরীক্ষা শুরু করেছে উহান

নতুন করে সংক্রমণের ঝুঁকি ঠেকাতে গণহারে করোনার পরীক্ষা শুরু করেছে চীনের উহান। ১০ দিনের মধ্যে শহরটির ১ কোটি ১০ লাখ বাসিন্দার সবার টেস্ট করানোর লক্ষ্য কর্তৃপক্ষের।

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দীর্ঘ লাইন দিয়ে রক্তের নমুনা দিতে দেখা গেছে উহানবাসীকে। ডিসেম্বরে হুবেই প্রদেশের এ শহরেই প্রথম নোভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। তিন মাসের কঠোর লকডাউনের পর, এপ্রিলৈ নিষেধাজ্ঞা শিথিল করা হয় উহানে।

কিন্তু গেলো সপ্তাহে নতুন করে ৬ জনের করোনা শনাক্ত হওয়ার পর, দ্বিতীয় দফা মহামারি ঠেকাতে সতর্কতা বাড়িয়েছে শহর কর্তৃপক্ষ। বিভিন্ন জায়গায় অস্থায়ী বুথ বসিয়ে সংগ্রহ করা হচ্ছে নমুনা। শহরের মধ্যেই ২১১ জায়গায় চলছে নমুনা পরীক্ষা।

কোনো উপসর্গ থাকুক বা না থাকুক, সবাইকে পরীক্ষা করানোর আহবান জানিয়েছে প্রশাসন।

Exit mobile version