Site icon Jamuna Television

৩০ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
বৃহস্পতিবার মধ্যরাতে চুয়াডাঙ্গা জেলার উপর আঘাত হানে ঘূর্ণিঝড়। প্রায় ৩০ মিনিটের তান্ডবে লণ্ডভণ্ড হয়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। ঝড়ের আঘাতে জেলার বিভিন্ন স্থানে শতশত গাছ পালা ভেঙ্গে গেছে। বাড়ি ঘর ভেঙ্গে গৃহহীন হয়ে পড়েছে শত মানুষ। অনেকে মাথা গোঁজার শেষ সম্বলটুকুও হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২৫ জন।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে চুয়াডাঙ্গায় আঘাত হানে ঘূর্ণিঝড়। প্রথমে ভারী বৃষ্টি ও পরে প্রচণ্ড বেগে আঘাত হানে। এতে জেলা সদরসহ দামুড়হুদা, জীবননগর ও আলমডাঙ্গা উপজেলার গ্রাম ক্ষতিগ্রস্ত হয়।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক জানান, ঘূর্ণিঝড়ের স্থায়িত্ব আধাঘণ্টা হলেও মূল ঝড় ছিল মাত্র ৫ মিনিট। এ সময় গতিবেগ ছিল ঘণ্টায় ৫৫ কিলোমিটার। বৃষ্টি হয়েছে ৩১ মি মি।

ঝড়ে জেলার বিভিন্ন সড়কের পাশে শত বছরের অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। ভেঙ্গে পড়েছে কয়েকশ কাঁচা ও আধা পাকা বাড়ি ঘর ও টিনের ছাউনি। জেলার অনেক স্থানে বড় বড় গাছ ভেঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন রয়েছে। ঝড়ের পর থেকে জেলার চারটি উপজেলাতে বিদ্যুৎ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। জমির ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Exit mobile version