Site icon Jamuna Television

করোনা: জাপানে জরুরি অবস্থা প্রত্যাহার

করোনাভাইরাসের নতুন সংক্রমণ কমে আসায় জাপানের অধিকাংশ এলাকা থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করে নেয়া হয়েছে। বৃহস্পতিবার দেশটির ৪৭টি অঞ্চলের মধ্যে ৩৯টিতেই জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়েছে।

তবে জরুরি অবস্থা জারি রয়েছে রাজধানী টোকিওসহ ওসাকা ও হোক্কাইডোর উত্তরাঞ্চলীয় দ্বীপে। এই তিনটি অঞ্চলে প্রতিদিনই বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যা। তবে প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের প্রত্যাশা, আগামী ৩১ মে’র মধ্যে এই তিন অঞ্চল থেকেও জরুরি অবস্থা প্রত্যাহার করা যাবে। বিশ্বের অন্যান্য দেশের মতো লকডাউন জারির সুযোগ নেই জাপানে। তাই করোনা সংক্রমণ প্রতিরোধে জরুরি অবস্থা জারি করতে হয়েছে সরকারকে।

দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজারের অধিক। আর মৃত্যু হয়েছে ৬৭৮ জনের।

Exit mobile version