Site icon Jamuna Television

সম্পর্ক দৃঢ় করতে ৬ দিনের সফরে ভারতে ইসরায়েলি প্রধানমন্ত্রী

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহু ৬ দিনের সফরে ভারতে এসে পৌঁছেছেন। আজ রোববার দুপুর আড়াইটার দিকে স্ত্রী সারা ও বিশাল কূটনিতক ও বাণিজ্যিক বহর নিয়ে নয়া দিল্লিতে অতবরণ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

বিমানবন্দরে তাকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  দু’দেশের মধ্যে বাণিজ্যিক, কূটনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করতেই নেতানিয়াহুর এই দীর্ঘ সফর।

ভারতে অবস্থানকালে প্রধানমন্ত্রীর প্রটোকলের বাইরে গিয়ে নেতানিয়াহুকে নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন মোদি। ভারতীয় সংবাদমাধ্যমগুলো এমন তথ্য জানিয়েছে।

সাম্প্রতিক সময়ে বেশ কাছাকাছি এসেছে নয়া দিল্লি ও তেলাবিব। বাণিজ্যিক ও কূটনৈতিক দিক থেকে দু’দেশের মধ্যে বিভিন্ন চুক্তি হয়েছে। তবে প্রতিরক্ষা খাতে গত মাসে মিসাইল উৎপাদনের একটি চুক্তি বাতিল হওয়া নিয়ে কিছুটা উত্তেজনা রয়েছে দিল্লি-তেলাবিবের মধ্যে।

Exit mobile version