Site icon Jamuna Television

চীনে গত একমাসে করোনায় কারো মৃত্যু হয়নি

চীনে গত একমাসে করোনাভাইরাসের কারণে কোন রোগীর মৃত্যু হয় নি। সর্বশেষ ১৪ এপ্রিল একজনের মৃত্যুর খবর দিয়েছিল দেশটি। চীনে এখন পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ৮২ হাজার ৯৩৩ এবং তাদের মধ্যে মারা গেছেন ৪ হাজার ৬৩৩ জন।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন শুক্রবার (১৫ মে) চারজন কোভিড-১৯ রোগী শনাক্তের খবর জানায়। শনাক্ত রোগীদের সবাই দেশটির উত্তর-পূর্বাঞ্চলের জিলিন প্রদেশের অধিবাসী। সম্প্রতি এ প্রদেশটিতে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। তবে গত একমাসে এ রোগে কারো মৃত্যুর খবর দেয়নি চীন।

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বজুড়ে প্রায় ৩ লাখ ২ হাজার ৮৮৮ জন মানুষের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৪৫ লাখ ১৬ হাজার ৩৮৫ জন।

Exit mobile version