Site icon Jamuna Television

টেস্ট বেশি করিয়েছি বলে বেশি করোনা আক্রান্ত: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- ইন্টারনেট

বেশি বেশি টেস্ট করার কারণেই যুক্তরাষ্ট্রে এতো বেশি করোনা আক্রান্ত। এমনটাই বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত বৃহস্পতিবার পেনিসেলভেনিয়ায় মেডিকেল সরঞ্জাম বিতরণের সময় তিনি এ কথা বলেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ভুলে যাবেন না। আমরা বিশ্বের সবথেকে বেশি করোনা আক্রান্ত। কিন্তু কেনো? কারণ আমরা বেশি পরিমাণে করোনা টেস্ট করিয়েছি।

ট্রাম্প আরও বলেন, যখন টেস্ট করা হয় তখনই কিছু লোকের মধ্যে ধরা পরে। আর যদি আমরা টেস্ট না করি তাহলে কেউ আক্রান্ত হতো না।

এদিকে ট্রাম্প প্রশাসনের সমালোচনা করা হচ্ছে ফেব্রুয়ারিতে প্রথম করোনা আক্রান্ত শনাক্তের পর টেস্টের পরিমাণ বাড়ানো হয়নি বলে। আর এই সমলোচনার জবাব দিতেই ট্রাম্প এসব কথা বলেন।

চীনে উৎপত্তি হলেও, করোনাভাইরাসের ভয়াবহতা সবচেয়ে বেশি টের পেয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার পর্যন্ত ৮৭ হাজার মানুষের প্রাণ গেছে দেশটিতে। কেবল নিউইয়র্কেই মৃত্যু সাড়ে ২৭ হাজার মানুষের।

Exit mobile version