Site icon Jamuna Television

করোনা: কাচের ঘরের রেস্তোরাঁ

করোনাভাইরাসের কারণে বদলে গেছে গোটা বিশ্ব। এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বাজায় রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নেদারল্যান্ডস।

দেশটিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে রেস্তোরাঁয় তৈরি করা হয়েছে কাচঘেরা ঘর।

দেশটির রাজধানী আমস্টারডামের একটি রেস্তোরাঁ সামাজিক দূরত্ব বজায় রেখে বাইরে খাওয়ার জন্য এ ব্যবস্থা করা হয়েছে। তা হলো– আমস্টারডামে রেস্তোরাঁয় কাচের ঘর।

আমস্টারডামের ‘মিডিয়াম্যাটিক ইতেন’ নিরামিষ রেস্তোরাঁ হিসেবে সুপরিচিত। মানসম্পন্ন ও সুস্বাদু খাবারের জন্য রয়েছে বেশ পরিচিতি।

প্রতিটি বুথে দুই-তিনজনের বসার ব্যবস্থা রাখা হয়েছে। সম্প্রতি রেস্তোরাঁটির কর্মীদের পরিবার ও বন্ধুদের এনে পরীক্ষামূলকভাবে তা চালানো হচ্ছে।

আমস্টারডামে রেস্তোরাঁয় কাচে ঘেরা ঘরটি দেখতে বেশ আরামদায়ক। প্রিয়জন কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়ার জন্য বেশ পরিপাট্টি জায়গা। এর মাধ্যমে নৈশভোজ নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।

সংক্রমণের ঝুঁকি এড়াতে ওয়েটাররা গ্লাভস ও ফেস শিল্ডে মুখ ঢেকে কাচের ঘরে খাবার পরিবেশনের জন্য ব্যবহার করছেন লম্বা বোর্ড।

ফলে খাবার শেষে বাইরে তিন ফুট দূর থেকে বাসন-গ্লাসসহ বর্জ্য তুলে নেয়া যাচ্ছে।

তথ্যসূত্র: রয়টার্স

Exit mobile version