স্টাফ রিপোর্টার, নাটোর:
নাটোরের সিংড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের বুনকুড়ি গ্রামে এই দূর্ঘটনা ঘটে।
নিহত ছয় বছর বয়সী আরাফাত হোসেন একই এলাকার আলী আকবরের ছেলে। একই বয়সী নুর নবী আমিনুলের ইসলামের ছেলে। তারা দুজনে স্থানীয় ব্র্যাক স্কুলে প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানায়, আরাফাত ও নুর নবী দুজন সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। তারা একসাথে খেলাধুলা করার একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশে পুকুরে গিয়ে ডুবে যায়। পরে দুই পরিবারের লোকজন দীর্ঘক্ষণ তাদের না পেয়ে খোঁজাখুজি শুরু করে।
একপর্যায়ে স্থানীয়রা পাশের পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে। ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম ঘটনার সত্যটা নিশ্চিত করেছেন।

