Site icon Jamuna Television

১৭ লাখ টাকায় মুশফিকের ব্যাট কিনলো আফ্রিদি ফাউন্ডেশন

প্রায় ১৭ লাখ টাকায় মুশফিকের ব্যাট কিনে নিলো শহীদ আফ্রিদি ফাউন্ডেশন। টানা পাঁচ দিনের নিলাম শেষে পাকিস্তানি অলরাউন্ডারের ফাউন্ডেশন ব্যাটটি কিনে নেয়।

চলমান করোনা সংকটে অসহায় ব্যক্তিদের সহায়তায় ব্যাটটি নিলামে তুলেছিলেন বাংলাদেশের সবচেয়ে সফল উইকেটকিপার মুশফিক। ৯ মে শুরু হয়ে ১৪ মে রাত ১০টায় শেষ হয়েছে মুশফিকের ব্যাটের নিলাম। আজ ফেসবুক লাইভে এসে সেটির আনুষ্ঠানিক ফল জানিয়েছেন মুশফিক নিজেই।

মুশফিকের ব্যাটের নিলাম তত্ত্বাবধান করেছে ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান ‘পিকাবো’। এই ব্যাটেই ২০১৩ সালের মার্চে দেশের হয়ে প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি করেন মুশফিক।

এ ব্যাপারে মুশফিক জানান, নিলামের খবর দেখে আফ্রিদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করেন। আমি লিঙ্ক দিলে তিনি ১৩ মে তারিখে প্রস্তাবপত্র পাঠান। ২০ হাজার ইউএস ডলারে ( ১৬ লাখ ৮০ হাজার টাকা প্রায়) কিনে নেয়ার প্রস্তাব দেন। পরে এ দামেই তিনি কিনে নিয়েছেন।

Exit mobile version