Site icon Jamuna Television

টি২০ বিশ্বকাপের ভবিষ্যত নির্ধারণ হতে পারে ২৮ মে

ছবি: সংগৃহীত

আগামী ২৮ মে টি২০ বিশ্বকাপের ভবিষ্যত নির্ধারণ হতে পারে। ওই দিন অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ নিয়ে আলোচনা করবে আইসিসি।

১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার কথা। কিন্তু করোনাভাইরাসের কারণে অনিশ্চিত এই আসর। ভারতের সাথে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে আশাবাদী অজিরা ভরসা দিচ্ছে না বিশ্বকাপ নিয়ে।

নিউজিল্যান্ডসহ অনেক দেশেই বলছেন সিদ্ধান্ত আসতে পারে জুলাই এ। এ অবস্থায় টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্ভব কিনা সেই নিয়ে ২৮ মে ভিডিও কনফারেন্সে বৈঠকে বসতে চলেছে আইসিসি।

এখন পর্যন্ত সূচি মেনেই বিশ্বকাপ প্রস্তুতির কাজ নিয়ে এগোচ্ছে স্থানীয় আয়োজক কমিটি।

Exit mobile version