Site icon Jamuna Television

সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে দেয়া হলো ঈদ উপহার

মাগুরা সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে দেয়া হলো ঈদ উপহার

সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে দেয়া হলো ঈদ উপহার

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে শহরতলীর শতাধিক অস্বচ্ছল, প্রতিবন্ধী ও ভিক্ষুকদের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শহরের কেশবমোড় এলাকার সাহা পাড়ায় সাকিব আল হাসানের বাস ভবন প্রাঙ্গনে শনিবার সকাল ১১ টায় এ নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় সাকিব আল হাসানের বাবা খন্দকার মাশরুর রেজা কুটিল ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি উপস্থিত ছিলেন।

সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল জানান, করোনা পরিস্থিতিতে সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে মাগুরায় প্রতিবন্ধী, ভিক্ষুক ও অস্বচ্ছলদের মাঝে খাদ্য বিতরণ করা রয়েছে। আমরা শুধু পৌরসভা নয় ইউনিয়ন পর্যায়েও খাদ্য সামগ্রী বিতরণ করছি।

আজ শনিবার শহরতলীর শতাধিক মানুষকে এই নগদ অর্থ সহায়তা ও খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। তিনি আরো জানান, আগামীতে এ খাদ্য সহায়তা অব্যাহত থাকবে। আমরা চাই করোনাকালে অসহায় মানুষের পাশে থাকবে সাকিব আল হাসান ফাউন্ডেশন।

Exit mobile version