Site icon Jamuna Television

দেশে নতুন শনাক্ত ৯৩০ জন, মারা গেছেন আরও ১৬ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ৯৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন আরও ১৬ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩১৪ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৯৯৫ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৭৮২টি।

আজ দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এদিকে দেশে গত ২৮ এপ্রিল করোনা রোগী শনাক্ত হয় ৫৪৯ জন। এরপর ২৯ এপ্রিল ৬৪১ জন, ৩০ এপ্রিল ৫৬৪ জন, ১ মে ৫৭১ জন, ২রা মে ৫৫২ জন, ৩রা মে ৬৬৫ জন, ৪ঠা মে ৬৮৮, ৫ মে ৭৮৬ জন, ৬ মে ৭৯০ জন, ৭ মে ৭০৬জন, ৮ মে ৭০৯ জন এবং ৯ মে ৬৩৬ জন, ১০ মে ৮৮৭ জন, ১১ মে ১০৩৪ জন, ১২ মে ৯৬৯, ১৩ মে সব্বোর্চ ১ হাজার ১৬২ জন, ১৪ মে ১০৪১ ও ১৫ মে ১২০২ জন করোনা রোগী শনাক্ত হয়।

Exit mobile version