Site icon Jamuna Television

এবার করোনায় মারা গেলেন ডা. মুকারিমের ভাতিজি

করোনায় আক্রান্ত হয়ে এবার মারা গেলেন ইবনে সিনা হাসপাতালের চীফ রেডিওলজিস্ট কনসালটেন্ট প্রফেসর ডাঃ আব্দুল মুকারিমের ভাতিজি সাইরা আফিয়া। তার বয়স হয়েছিলো ১৭ বছর। ডা. মুকারিমের ছেলে মুরসালিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাদের পরিবারের সবাই করোনায় আক্রান্ত। চিকিৎসক মুকারিম যখন আক্রান্ত হন তখন সবার পরীক্ষা করানো হয়। সবার পজেটিভ রেজাল্ট আসে।

মুরসালিন আরো জানান, ডা. মুকারিমের কোনো মেয়ে ছিলনা। তার শ্যালকের মেয়ে সাইরাকে নিজের মেয়ের মতো তার পরিবারে রাখতেন।

গত ১২ মে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডা. মেজর (অব.) আবুল মুকারিম মো. মহসিন উদ্দিন মারা যান। তিনি করোনায় আক্রান্ত হয়ে প্রথমে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে সিএমএইচ এর আইসিইউতে ভর্তি ছিলেন।

Exit mobile version