Site icon Jamuna Television

ভাড়াটিয়ার বাসায় ঈদ উপহার পাঠালেন বাড়িওয়ালা

রাজধানীর শেওড়া বাজারে এক বাড়িওয়ালা তার ভাড়াটিয়াদের ঈদ উপহার পাঠিয়েছেন। করোনাভাইরাসের প্রকোপের সময়টাতে যেখানে অনেক বাড়িওয়ালা ভাড়া মওকূফ করে এগিয়ে এসেছেন তেমনি অনেকে ভাড়া না দেয়ায় ভাড়াটিয়াকে বের করে দিয়েছেন এমন খবরও আছে। বাড়িওয়ালা রুবেল খানের পক্ষ থেকে এমন ঈদ উপহার পেয়ে খুশি ভাড়াটিয়ারা।

ভাড়াটিয়া আল আমিন অর্ণব জানান, এই মাত্র বাড়ির ম্যানেজার কলিংবেল চাপলেন, দরজা খুলছি আর ভাবছি হয়তো কোন নোটিশ করতে এসেছেন। কিন্তু সারপ্রাইজড হইলাম! বাড়িওয়ালা ঈদের উপহার পাঠিয়েছেন। গরুর মাংস, মুরগী, সেমাই, চিনি, দুধ, তেল, পলাউর চাল ইত্যাদি। অর্থাৎ একটা ছোট পরিবারের যতটুকু প্রয়োজন।

তিনি আরো জানান, সব কিছু টাকা দিয়ে বিবেচনা করা যায়না। সত্যি উনি একজন বড় মনের মানুষ। হয়তো কারো কাছে বিশ্বাসযোগ্য মনে হবেনা! এই ভদ্রলোকের বাড়িতে ছয় বছর ধরে আছি, আজ অব্দি কখনো কেউ বাসা ভাড়া চায়নি। আমার যখন ইচ্ছে হয়েছে তখন দিয়েছি।

Exit mobile version