Site icon Jamuna Television

গ্রামে যাওয়ার প্রবণতা পরিস্থিতিকে আরো জটিল করতে পারে: কাদের

ঈদে গ্রামে যাওয়ার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাই, শপিংমল ফেরিঘাটসহ বিভিন্ন পয়েন্টে ভিড় না করার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে তিনি এই নির্দেশনা দেন।

সেই সাথে -ভাসমান ও গৃহহীনদের তালিকা করে ঈদের আগেই ত্রাণ দেয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। তিনি বলেন, ত্রাণ বিতরণে কেউ অনিয়ম করলে, দলীয় পরিচয়েও রেহাই পাবে না।

Exit mobile version