Site icon Jamuna Television

২৮ মে পর্যন্ত বেড়েছে আদালতের সাধারণ ছুটি

সুপ্রিম কোর্ট ও দেশের অধস্তন আদালত সমূহের চলমান সাধারণ ছুটি ২৮ মে পর্যন্ত বাড়িয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ছুটি বাড়ানো হয়েছে। এর আগেও কয়েক দফায় বাড়ানো হয়েছিলো ছুটি।

এর আগে ৩০ মে পর্যন্ত সরকারি ছুটি বাড়ানো হয়েছিলো। ২১ মে থেকে ২৭ মে পর্যন্ত বন্ধ থাকবে যানবাহন। একই সঙ্গে ঈদের জামাত খোলা জায়গায় পড়া যাবে না বলেও জানানো হয়।

উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় ৯৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন আরও ১৬ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩১৪ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৯৯৫ জন।

Exit mobile version