Site icon Jamuna Television

ফোর-জি লাইসেন্সের আবেদন করেছে ৫ অপারেটর

ফোর-জি লাইসেন্সের জন্য বিটিআরসি’র কাছে আবেদন করেছে টেলিটক, গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও সিটিসেল। এদিকে, ১৩ ফেব্রুয়ারি স্পেকট্রামের জন্য নিলাম শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি লাইসেন্স প্রদান করা হবে বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।

এরআগে রোববার সকালে, ফোর-জি লাইসেন্স আহ্বান করে বিটিআরসি’র বিজ্ঞপ্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ। দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ হাইকোর্টের আদেশ স্থগিতের মেয়াদ বাড়িয়ে এই আদেশ দেন। এর আগে ফোর-জি’র দরপত্রের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন হাইকোর্ট। গত বৃহস্পতিবার হাইকোর্টের এ আদেশ স্থগিত করেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

গত বছরের ডিসেম্বরে ফোর জি লাইসেন্সিং গাইডলাইন এবং তরঙ্গ নিলামের জন্য বিজ্ঞপ্তি জারি করে বিটিআরসি। এই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে বেসরকারি প্রতিষ্ঠান বাংলা লায়ন।


যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version