Site icon Jamuna Television

আম আকৃতির ডিম পাড়ছে মুরগি, উৎসুক জনতার ভিড়

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে হুবহু আম আকৃতির ডিম পাড়ছে একটি মুরগি! ডিমের এই অদ্ভুত আকৃতি দেখে স্থানীয়রা হতবাক। মুরগির মালিকও কিছু বুঝে উঠতে পারছেন না। ঘটনাটি ঘটেছে লামা উপজেলার চম্পাতলী এলাকায়।

লামা প্রাণিসম্পদ বিভাগের উপ-সহকারী মোহাম্মদ মহসীন রেজার পালিত মুরগি গত কয়েকদিন থেকে এ ধরনের ডিম দিচ্ছে। অদ্ভুত আকৃতির এই ডিম দেখতে স্থানীয়রা তার বাসায় ভিড় জমাচ্ছেন।

উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা মো: মহসীন রেজা তার পরিবার নিয়ে চম্পাতলী এলাকায় থাকেন। তিনি বাসায় বেশকিছু মুরগি লালন পালন করেন।

এ বিষয়ে মুরগি মালিক মো: মহসিন রেজা জানান, প্রথমদিকে মুরগিটি স্বাভাবিক আকৃতির ডিম পাড়তো। কিন্তু গত দুদিন ধরে মুরগিটি আম আকৃতির ডিম পাড়ছে। সকালে উঠে মুরগির ঘরে এমন ডিম দেখে নিজেও হতবাক হয়ে যান বলে জানান তিনি।

প্রাণিসম্পদ বিভাগের এই কর্মকর্তা জানান, এক বছর বয়সী এই মুরগির ডিমের ভেতর কুসুম স্বাভাবিক রয়েছে। মুরগিটি এ পর্যন্ত আমের আকৃতির চারটি ডিম পেরেছে।

অদ্ভুত আকৃতির ডিমগুলোর বিষয়টি প্রাণিসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন। গবেষণার জন্য ঢাকায় প্রাণিসম্পদ কার্যালয়ে ডিমগুলো পাঠাবেন বলে জানিয়েছেন তিনি।

Exit mobile version