Site icon Jamuna Television

রংপুরে চোলাইমদ পানে ২ জনের মৃত্যু

রংপুরের মিঠাপুকুরের কাফ্রিখালে চোলাইমদ পানে দুইজন মারা গেছে। গুরুতর অসুস্থ অবস্থায় আরও একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শুক্রবার রাতে ইউনিয়নের কোমরগঞ্জ বাজারে চোলাইমদ খাওয়ার সাথে সাথে বিষক্রিয়া শুরু হয়। এতে ঘটনাস্থলেই যাদবপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে আবদুস সামাদ (৫৫) মারা যায়। পরে খোর্দ্দ মহদীপুর গ্রামের হাকিম মিয়া ছেলে মোকছেদুল ইসলাম (৩৭) ও মারা যায়। এছাড়া গুরুতর অসুস্থ অবস্থায় আনছার আলী(৬৫) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া মোকছেদুল ইসলামের লাশ ময়না তদন্ত করা হয়েছে। বাদী না থাকায় মামলা দায়ের করা সম্ভব হচ্ছে না।

Exit mobile version