Site icon Jamuna Television

চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে

নতুন করে প্রথমবারের মতো চট্টগ্রামের একজন আইনজীবী ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট করোনা আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের তালিকায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরোর এক সাংবাদিক এবং ৬ জন পুলিশ সদস্যও রয়েছেন। এর ফলে চট্টগ্রামে ৭০০ ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা।

এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, চট্টগ্রামে নতুন করে আরও ৭৯ জনের করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে পুরনো ৪ জন করোনার রোগীর পুনরায় করোনা পজিটিভ এসেছে। নতুন আক্রান্ত ৭৫ জনের মধ্যে ৫৮ জন চট্টগ্রাম মহানগর ও ২৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামের তিন ল্যাবে প্রকাশিত ফলাফলে এসব আক্রান্ত ব্যক্তিদের ফলাফল পজিটিভ আসে।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭১৬ জনে। আক্রান্তদের মধ্যে ৩২ জন মৃত্যুবরণ করেছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৩ জন।

Exit mobile version