Site icon Jamuna Television

২৩ জুলাই পর্যন্ত বাংলাদেশের সমুদ্রসীমায় মাছ ধরা নিষিদ্ধ

২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরণের মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস ও পশু সম্পদ মন্ত্রণালয়।

আজ রোববার সকালে সচিবালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ নির্দেশনার কথা জানান মন্ত্রী শ. ম রেজাউল করিম।

সমুদ্র উপকূলীয় অঞ্চলের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের সঙ্গে অনলাইনে সভা করেন মৎস ও পশু সম্পদ মন্ত্রী।জানান এ সময়ের মধ্যে দেশি ও বিদেশী ট্রলার বিরুদ্ধে অভিযান চলবে।

মূলত সামুদ্রিক মাছ প্রজনন বাড়াতে এই নিষেধাজ্ঞা জারি কথা হয়েছে বলে জানান মন্ত্রী। আইন অমান্যকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে দায়িত্বশীলদের প্রতি নির্দেশ দেয়া হয়।

Exit mobile version