Site icon Jamuna Television

৫০০ ভক্তকে ১০ লাখ টাকা দেবেন অনন্ত জলিল

ঢালিউডের আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল ৫০০ জন ভক্তকে ১০ লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছেন। আজ রবিবার তার অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন।

আগামী ২০ মে (২৬ রোজায়) জাকাত ফান্ড থেকে এই অর্থ প্রদান করবেন বলে তিনি জানিয়েছেন।

ভিডিও বার্তায় অনন্ত জলিল বলেন, আপনারা জানেন গত দুইমাস ধরে দেশে লকডাউন। নিম্ন বৃত্ত মানুষরা খুব অসহায়। সরকার প্রচুর ত্রাণ দিচ্ছেন। আমি একজন ক্ষুদ্র মানুষ। আমি আমার মতো চেষ্টা করে যাচ্ছি। আমি ইতিমধ্যে মোবাইল ব্যাংকিংয়ে অনেককে সাহায্য করেছি।

তিনি আরও বলেন, আমার যে জাকাত ফান্ড আছে সেখান থেকে আমার ফ্যানদের ১০ লক্ষ টাকা দিতে চাই।

কিভাবে এই টাকা পাবে সে ব্যাপারে অনন্ত জলিল বলেন, ফেসবুকে অনন্ত-বর্ষা নামে একটি ফ্যানক্লাব গ্রুপ আছে। সেখানে একটি ফর্ম দেয়া আছে সেটা পূরণ করে দিতে হবে। নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যেমে টাকা দেয়া হবে।

এদিকে ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় আছে অনন্ত জলিলের বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার ‘দিন-দ্য ডে’ সিনেমা।

Exit mobile version