Site icon Jamuna Television

করোনায় কর্মহীন মানুষকে সংসদ সদস্য সালমা ইসলামের খাদ্য সহায়তা

ঢাকার নবাবগঞ্জে করোনাভাইরাসের কারণে কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।

আজ রোববার দুই হাজার দরিদ্র পরিবারকে উপহার হিসেবে খাদ্য সামগ্রী দেয়া হয়। এসময় করোনার সংক্রমণ ঠেকাতে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান, সংসদ সদস্য সালমা ইসলাম। দোহার-নবাবগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছাও জানান তিনি।

সালমা ইসলামের পক্ষ থেকে উপজেলার চুরাইন, গালিমপুর, আগলা, বক্সনগরসহ বিভিন্ন ইউনিয়নে চাল, সেমাই, চিনি, পেঁয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন দলের নেতাকর্মীরা। এসময়, যেকোনো দুর্যোগে দোহার-নবাবগঞ্জের মানুষের পাশে থাকার কথা জানান সালমা ইসলাম।

Exit mobile version