Site icon Jamuna Television

চট্টগ্রাম নগরীতে প্রবেশ ও প্রস্থানের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ

করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে আজ সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ ও বের হওয়ার পথে নিয়ন্ত্রণ আরোপ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সিএমপির জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোন ব্যক্তি বা পরিবহণ একান্ত জরুরি প্রয়োজন ব্যতীত যাতে চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ বা বা‌ইরে যেতে না পারে সেজন্য আজ রোববার সন্ধ্যা থেকে নগরীর বিভিন্ন প্রবেশমুখে চেকপোস্ট জোরদার করা হয়েছে।

জরুরী সেবা ও রপ্তানি পণ্য সরবরাহ কাজে নিয়োজিত ব্যক্তি ও যানবাহন সমূহ এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে। এ অবস্থায় যথোপযুক্ত কারণ ব্যতীত কোন ব্যক্তি বা যানবাহন নগরীতে প্রবেশ ও বের হওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়ন্ত্রিত চলাচলের ক্ষেত্রে নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে পুলিশ।

সিএমপি কর্মকর্তারা জানান, চট্টগ্রামে করোনা সংক্রমণ আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নেয়া হয়েছে। সড়কে যানবাহন এবং জনসমাগম বেড়ে যাওয়ায় পরিস্থিতির অবনতি হয়েছে। চট্টগ্রামে ১৬ মে পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৭১৬ জন, মারা গেছে ৩২ জন।

Exit mobile version