Site icon Jamuna Television

পরবর্তী নির্দেশের আগে ঢাকার বাইরে যাওয়া যাবে না: আইজিপি

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কোনোভাবেই ঢাকার বাইরে যাওয়া যাবে না। এবং বাইরে থেকেও কেউ ঢাকায় আসতে পারবে না বলে জানিয়েছেন পুলিশের আইজিপি বেনজীর আহমেদ।

একইভাবে প্রতিটি জেলা ও মহানগরীতেও জনস্বার্থে কঠোরভাবে এ বিষয়টি বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সকল পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

আইজিপি বলেন, ঈদ উদযাপনের জন্য অনেকেই গ্রামের বাড়ি যাচ্ছেন। তবে, এটি কোনোভাবেই হতে দেয়া যাবে না। বলেছেন, জনগণের কল্যাণের জন্য প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, তা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

Exit mobile version