Site icon Jamuna Television

সোমবার থেকে বন্ধ কক্সবাজারের সকল দোকান ও শপিংমল

কক্সবাজার প্রতিনিধি:

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কক্সবাজার জেলার সকল ধরণের দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে বিকেল চারটার পর সকল ধরণের পরিবহণ বন্ধ রাখা হবে।

আগামীকাল সোমবার বিকেল চারটা থেকে আদেশ কার্যকর হবে বলে রবিবার কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়। জেলা প্রশাসনের দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দুরত্ব মেনে চলাসহ বেশ কয়েকটি শর্ত সাপেক্ষে কিছু দোকানপাট খোলা রাখার অনুমতি দিলেও গত কয়েকদিন শর্তের কোন কিছু মানা হয়নি। তাই সোমবার ১৮ তারিখ বিকেল চারটার পর থেকে সকল ধরণের দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

জরুরি কারণ ব্যতিত রিক্সা, অটোরিক্সা, সিএনজি, মোটর সাইকেলসহ যন্ত্রচালিত সকল যাত্রী পরিবহনের কাজে নিয়োজিত যানবাহন চলাচল বিকাল ৪ টার পর সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। তবে পণ্যবাহী পরিবহণ এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। এছাড়াও কাঁচাবাজার ও অন্যান্য সরকার ঘোষিত কার্যক্রম চলমান থাকবে। এসব নির্দেশনা মেনে না চললে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেয়া হয়েছে।

Exit mobile version