Site icon Jamuna Television

নেহা জানালেন, এই মুহূর্তে আমিই এক নাম্বার

নেহা এক নাম্বার!

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। আঁখ মারে, ও সাকি সাকি, দিলবার, চিজ বারি, কালা চশমার মতো অনেক সুপারহিট গানের প্লেব্যাক তার করা। এই মুহূর্তে বলিউডের জনপ্রিয় ও বেশি পারিশ্রমিক গোনা প্লেব্যাক শিল্পীদের একজন তিনি। কিন্তু তাতেও কী মানুষের ট্রল হওয়ার হাত থেকে তো রক্ষা মিলছে? যোগাযোগমাধ্যমে মিম, ট্রলের শীর্ষে এই শিল্পী।

কিন্তু এর কারণ কী? সম্প্রতি ৩১ বছর বয়সী এই তারকা শিল্পী নিজেই দিয়েছেন সেই উত্তর। আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্ডিয়ান আইডলের এই বিচারক বলেন, আমিও একজন মানুষ। আমিও অন্য যে কারও মতো এসবে আহত হই। তবে আমার মনে হয়, এগুলো ঈর্ষা থেকে করা হয়। সফল মানুষকে নিয়ে হাসাহাসি করে, ছোট করে তারা পরিতৃপ্তির ঢেকুর তোলে।

এত মানুষ রেখে কেন নেহা? এই প্রশ্নের উত্তরে নেহার সাফ জবাব, কারণ, আমি এই মুহূর্তে আমি এক নাম্বার। সবার সেরা।

তবে নেহা মনে করেন এমন মানুষ সংখ্যায় খুবই কম। বরং তাকে ভালোবাসে কোটি মানুষ। আর তিনি সেই ভালোবাসাকেই গুরুত্ব দিতে চান।

Exit mobile version