Site icon Jamuna Television

পটুয়াখালীতে আগামীকাল থেকে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

পটুয়াখালী প্রতিনিধি:

সোমবার থেকে পটুয়াখালী জেলার সকল ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দি‌য়ে‌ছেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।

রোববার সন্ধ্যায় এক গণবিজ্ঞপ্তি জারির মাধ্য‌মে এ ঘোষণা দেয়া হয়। এর আগে পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য বাজার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব নিশ্চিত করে সরকার কর্তৃক প্রদত্ত শর্তসাপেক্ষে খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

কিন্তু বিগত চার দিন মার্কেট শপিং মলগুলোতে সরেজমিনে দেখা যায়, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানে আগত ক্রেতাগণ সরকার প্রদত্ত শর্ত মেনে চলার বিষয়ে সম্পূর্ণ অবহেলা করেছেন। পটুয়াখালীর জনসাধারণের স্বাস্থ্যসুরক্ষার কথা বিবেচনা করে করোনা সংক্রমণ প্রতিরোধে আগাশীকাল ১৮ই মে ২০২০ তারিখ হতে সকল ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচাবাজার এবং ঔষধ এর দোকান এই নিষেধাজ্ঞার আওতার বাইরে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Exit mobile version