Site icon Jamuna Television

করোনা টেস্ট করাতে মধ্যরাত থেকেই লাইন!

করোনা টেস্ট করানার জন্য মধ্যরাতে দীর্ঘ লাইন।

বিএসএমএমইউ’তে ( সাবেক পিজি হাসপাতাল ) করোনা পরীক্ষার জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্দিষ্ট সময়ে আসার জন্য বলা হলেও অনেকেই মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়েছেন। নিরাপত্তারক্ষীরা বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করলেও অধিকাংশরাই যায়নি।

সেহরির পরে দেখা যায় কাগজ কিংবা মাদুর বিছিয়ে শুয়ে আছেন কেউ কেউ। পরীক্ষার জন্য এই সারি ফিভার ক্লিনিকের সীমানা ছাড়িয়ে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনের সড়ক পর্যন্ত বিস্তৃত হয়েছে। তাদের কেউই অনলাইনে রেজিস্ট্রেশন করেনি। অনেকেই লাইনে পানির বোতল কিংবা অন্য কিছু রেখে এদিক সেদিক ঘোরাফেরা করছেন। যাদের করোনা হয়নি এতে তাদেরও সংক্রমিত হওয়ার শঙ্কা রয়েছে।

কর্তৃপক্ষ বলছে, ভিড়ের কারণে করোনার সংক্রমণ বিস্তার ঠেকাতে অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। যারা অনলাইনে রেজিস্ট্রেশন করবে, কেবল তাদেরই করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করবে বিএসএমএমইউ।

রোববার থেকে এই অনলাইন কার্যক্রম শুরু হয়েছে। সাধারণ, স্বাস্থ্য সেবাদানকারী, পুলিশ, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা ক্যাটাগরিতে ভাগ করে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে বিএসএমএমইউ।

Exit mobile version