Site icon Jamuna Television

আটলান্টিক মহাসাগর থেকে ৪৯ অভিবাসী উদ্ধার

আটলান্টিক মহাসাগর থেকে উদ্ধারকৃত অভিবাসী। ছবি: সংগৃহীত

আটলান্টিক মহাসাগর থেকে ৪৯ অভিবাসীকে উদ্ধার করেছে স্প্যানিশ কোস্ট গার্ড। রোববার তাদের গ্র্যান্ড ক্যানেরিয়া দ্বীপে নিয়ে আসা হয়।

রেডক্রসের দাবি, উদ্ধারকৃতদের সবাই পুরুষ এবং ৩৫ জনই অপ্রাপ্তবয়স্ক। তারা প্রায় সবাই সাব-সাহারা আফ্রিকার নাগরিক বলেও নিশ্চিত করা হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, গেলো বছরের তুলনায় স্পেন উপকূলে ২০ শতাংশ পর্যন্ত কমেছে অভিবাসন প্রার্থীদের প্রবেশ।

রেডক্রসের হিসাব অনুসারে, চলতি বছরের প্রথম চার মাসে মাত্র ১৮১ জন অভিবাসন প্রত্যাশী স্পেনে ঢুকেছেন। ২০১৯ সালে, এই সংখ্যাটি ছিলো এক হাজার ৭৮১।

Exit mobile version