Site icon Jamuna Television

সোস্যাল মিডিয়ায় দীপিকার শৈশবের ছবি দিয়ে স্মৃতিচারণ!

দীপিকার পুরনো ছবি ফিরে দেখা

দীপিকার পরিবার ও আমির খান

লকডাউনে গৃহবন্দি সবাই। সেই সময়ে শৈশবের স্মৃতিগুলো ফিরে দেখছেন দীপিকা পাডুকোন। তারই অংশ হিসেবে তিনি তার ইন্সটাগ্রামে কিশোরী বয়সের ছবি শেয়ার করেছেন। ছবিতে তার পাশে দেখা যাচ্ছে বলিউডের জনপ্রিয় তারকা আমির খানকেও দেখা যাচ্ছে। সাথে রয়েছে দীপিকার পরিবার।

ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে দীপিকা লিখেছেন, “মেজর থ্রোব্যাক ১ লা জানুয়ারী, ২০০০। আমি তখন ১৩ বছর বয়সী এবং আনাড়ি। অবশ্য আমি এখনও তেমনি আছি। তিনি লাঞ্চ করছিলেন দই-ভাত। আমারও খিদে পেয়েছিল, কিন্তু একবারও উনি আমি খাব কিনা সেটা জিজ্ঞাসা পর্যন্ত করেননি! এই ভাবেই ক্যাপশনের মধ্যে দিয়েই ছবির পিছনে লুকিয়ে থাকা অজানা ঘটনাকে তুলে ধরেছেন অভিনেত্রী।”

ছবিতে দীপিকাকে কালো শার্ট এবং প্যান্টে বাবা প্রকাশ পাড়ুকোন এবং আমির খানের মধ্যে বসে থাকতে দেখা যাচ্ছে। ছোট মেয়ে আনিশাকে কোলে নিয়ে বাম দিকে বসে আছে তাঁর মা উজ্জলা। ছবিটি তাদের নতুন বছরের গেট-টুগেদার এর সময় তোলা হয়েছিল। ২০০১ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র “দিল চাহতা হ্যায়” এর লুকেই আমির খানকে এই ছবিতিতে দেখা গিয়েছে।

ভক্তরা আমির ও দীপিকার আগের এবং বর্তমান চেহারা নিয়েও অনেক প্রতিক্রিয়া জানিয়েছে।

Exit mobile version