Site icon Jamuna Television

কানাডার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১

বিধ্বস্ত বিমান সি এফ স্নোবার্ড। ছবি: সংগৃহীত

কানাডার একটি সামরিক বিমান প্রতিবেশী ব্রিটিশ কলাম্বিয়ায় বিধ্বস্ত হওয়ায় প্রাণ গেছে একজনের। গুরুতর আহত হয়েছেন অপর আরোহী।

দেশটির প্রতিরক্ষা দফতরের বিবৃতি অনুসারে, কামলুপস শহরের একটি আবাসিক এলাকায় রোববার বেলা পৌনে ১২টা নাগাদ বিধ্বস্ত হয় ‘সি এফ স্নোবার্ড’ প্রশিক্ষণ বিমানটি। এতে কমপক্ষে ৩টি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়। তারপর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বিমানে।

সামরিক মহড়ার অংশ হিসাবে দুটি বিমান ছিলো ব্রিটিশ কলাম্বিয়ায়। প্রাথমিক তদন্তে বলা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই এ দুর্ঘটনা। বিস্তারিত তদন্তের জন্য একটি বিশেষ দলকে পাঠিয়েছে কানাডা সরকার।

যুক্তরাষ্ট্রের সামরিক বহরে থাকা ‘থান্ডারবার্ডস’ ও ব্লু অ্যাঞ্জেলস’র সমতুল্য কানাডার এ বিমানটি।

Exit mobile version