Site icon Jamuna Television

ঘরে বসেই ‘ওয়ার্ল্ড আর্চারি’ জয় করলেন সারা লোপেজ

সারা লোপেজ। ছবি-সংগৃহীত

ঘরে বসেই শেষ হলো লকডাউন নকআউট ওয়ার্ল্ড আর্চারির প্রথম টুর্নামেন্ট। যেখানে চ্যাম্পিয়ন হয়েছেন কলম্বিয়ার সারা লোপেজ।

প্রতিটি আর্চার অনলাইনে দুটি ক্যামেরা নিয়ে হাজির হন। এরপর অনলাইনেই চলে খেলা। শিরোপা নির্ধারণী ম্যাচে নরওয়ের ওয়ার্ল্ড আর্চারি ইয়ুথ চ্যাম্পিয়ন আন্দ্রেসকে ১৪৬-১৪৪ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হন সারা। জিতে নেন ওয়ার্ল্ড আর্চারির প্রথম আন্তর্জাতিক রিমোট টুর্নামেন্ট। আর দীর্ঘদিন পর খেলায় ফিরতে পেরেও বেশ খুশি আর্চাররা।

সারা লোপেজ বলেন, ‘আমার জন্য বেশ কঠিনই ছিলো কাজটি। কারণ এখানে বেশ বৃষ্টি হচ্ছে। একটু সমস্যা হলেও আমি বেশ উপভোগ করেছি। সবাইকে ধন্যবাদ এমন একটি আয়োজনে অংশ নেবার জন্য।’

Exit mobile version