Site icon Jamuna Television

একদিনে ২১ মৃত্যু, যা জানালো অধিদফতর

করোনায় একদিনে ২১ মৃত্যু

করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখলো বাংলাদেশ। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়ে দেশে মোট ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৪ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর ১.৪৬ শতাংশ।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনা ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

মৃত ২১ জনের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ১ জন ও সিলেট বিভাগে ১ জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জন মারা গেছেন। ৪ জন বাসায় মারা গেছেন। ২ জন হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন।

এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪৯ জনে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্তের সংখ্যা ১ হাজার ৬০২ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ হাজার ৮৭০।

Exit mobile version