Site icon Jamuna Television

অসহায় মানুষের পাশে ঢাকাস্থ আলফাডাঙ্গা যুব সমিতি

দুয়ারে কড়া নাড়ছে ঈদ। অন্য বছরগুলোর সঙ্গে এবারের ঈদের আগের চিত্রের মিল নেই। নভেল করোনাভাইরাসের দাপটে দিশেহারা নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। দীর্ঘ সময় কাজ নেই। তাই অনাহারে, অর্ধহারে কাটছে অনেকের হতদরিদ্র মানুষের জীবন। এমন প্রেক্ষাপটে সহস্রাধিক পরিবারের পাশে দাঁড়িয়েছে ঢাকাস্থ আলফাডাঙ্গা যুব সমিতি। ঈদ সামনে রেখে উপহার হিসেবে খাদ্যপণ্য ঘরে ঘরে পৌঁছে দিয়েছে সংগঠনটি।

ঢাকাস্থ আলফাডাঙ্গা যুব সমিতির সভাপতি গাজী জিয়াউল হক ও সাধারণ সম্পাদক রুহুল আমিন সাগরের তত্ত্বাবধানে সংগঠনের সদস্যরা এ কার্যক্রমে অংশ নেন। উপজেলার সহায়তা পাওয়া মানুষগুলো ঘরে থেকে সামাজিক দূরত্ব বজায় রাখেন তাহলেই এ উদ্যোগ পূর্ণতা পাবে বলে মনে করেন তারা।

সংগঠনটির নেতারা জানান, আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ঢাকা মহানগরীর মিরপুর, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় জনসমাগম এড়িয়ে স্বাস্থ্য বিধি মেনে ঘরে ঘরে গিয়ে খাদ্য ও নিত্যপণ্য বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, সেমাই ও চিনি।

Exit mobile version