Site icon Jamuna Television

প্রথম বৈঠকে বাংলাদেশ-মিয়ানমার যৌথ ওয়ার্কিং গ্রুপ

নানা অনিশ্চয়তার মধ্যেই রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে আজ বাংলাদেশ-মিয়ানমারের যৌথ ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার সকাল ১০টায় রাজধানী নেইপিদোতে বৈঠকটি শুরু হয়।

নেইপিদোয় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতসহ ১৪ সদস্যের দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব শহিদুল হক। এদিকে মিয়ানমারের ১৫ সদস্যের দলের প্রধান পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব মিন্ত থো। যৌথ ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠকে এক লাখ রোহিঙ্গার প্রাথমিক তালিকা নেইপিদোর কাছে হস্তান্তর করবে ঢাকা।

এছাড়া প্রত্যাবাসনের পর রোহিঙ্গাদের নিরাপত্তা, কর্মসংস্থানসহ কতজনকে কিভাবে ফেরত নেয়া হবে এসব বিষয়ে আলোচনা হবে। বৈঠকে নতুন কোন চুক্তি সই হলে প্রত্যাবাসন শুরুর সব প্রস্তুতি সম্পন্ন হবে। আগামী ২৩ জানুয়ারি থেকে শুরু হবে রোহিঙ্গাদের আনুষ্ঠানিকভাবে ফেরত পাঠানো শুরু হওয়ার কথা রয়েছে। গত নভেম্বরে দু’দেশের মধ্যে একটি সমঝোতা সই হয়।

তবে এই সমঝোতা চুক্তির নানা দিক নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ব্যাপক মতপার্থক্য দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানায়।

যমুনা অনলাইন: এম আই আর/কিউএস

Exit mobile version