Site icon Jamuna Television

একনজরে বিশ্বজুড়ে করোনাভাইরাসের সবশেষ তথ্য

বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রাণহানি ছাড়ালো ৩ লাখ ২০ হাজার। আক্রান্ত ৪৯ লাখ। নতুনভাবে সংক্রমিত ৮৯ হাজার। একদিনে মারা গেলেন সাড়ে ৩ হাজার মানুষ।

একক দেশ হিসাবে যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি ৯২ হাজার ছুঁইছুঁই। সাড়ে ২২ হাজারের বেশি মানুষ নতুনভাবে সংক্রমিত। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ১৫ লাখ। একদিনে ১ হাজারের বেশি মৃত্যু।

করোনাভাইরাসের নতুন হটস্পট- ব্রাজিলে মৃতের সংখ্যা ১৭ হাজারের কাছাকাছি। একদিনে সাড়ে ৭শ’ মৃত্যু। নতুনভাবে সংক্রমিত ১৪ হাজারের বেশি। মোট আক্রান্ত দুই লাখ ৫৫ হাজার।

সংক্রমণের দিক থেকে বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ এখন রাশিয়া। দেশটিতে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে প্রায় ৯ হাজার। মোট আক্রান্ত দুই লাখ ৯১ হাজারের মতো। ৯১ মৃত্যুতে প্রাণহানি ছাড়ালো ২৭শ’।

ব্রিটেনে প্রাণহানি ৩৫ হাজারের কাছাকাছি। একদিনে মারা গেছেন দেড় শতাধিক মানুষ। মোট আক্রান্ত প্রায় আড়াই লাখ। নতুনভাবে সংক্রমিত ২৭শ’র বেশি।

ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো ৩২ হাজার। একদিনে মারা গেলেন ৯৯ জন। আক্রান্ত ২ লাখ ২৬ হাজার মানুষ। নতুন সংক্রমণ শনাক্ত সাড়ে ৪শ’।

Exit mobile version