Site icon Jamuna Television

করোনার ভ্যাকসিন তৈরিতে যুক্তরাষ্ট্রের মডার্না’র সাফল্য দাবি

কোভিড নাইনটিনের পরীক্ষামূলক প্রতিষেধক প্রয়োগে প্রাথমিক সাফল্যের দাবি করেছে, মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান- মডার্না।

সোমবার মার্কিন বায়োটেক কোম্পানি মডার্না জানায়, প্রতিষেধকটি প্রয়োগের পর স্বেচ্ছাসেবকদের দেহে অ্যান্টিবডি তৈরি হওয়ার প্রমাণ মিলেছে। মাত্র আটজনের ওই স্বেচ্ছাসেবক দলটির প্রত্যেকে সুস্থ ছিলেন এবং আছেন। তাঁদের শরীরে দুই ডোজ করে এ ভ্যাকসিন দেওয়া হয়েছিল।

স্বল্প মাত্রায় প্রতিষেধক প্রয়োগের পর তাদের দেহে তৈরি হওয়া অ্যান্টিবডির সাথে, সুস্থ হওয়া করোনা রোগীদের অ্যান্টিবডির মিল পাওয়া গেছে।

মডার্না বলেছে, শিগগিরই ৬০০ জনকে নিয়ে পরীক্ষার দ্বিতীয় ধাপ শুরু করতে যাচ্ছে তারা। এ পর্যায়ে ৬০০ জনের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করে ফল পর্যবেক্ষণ করা হবে। এরপর জুলাই মাসে পরীক্ষার তৃতীয় ধাপ শুরু করা হবে। এ সময় হাজারো স্বাস্থ্যবান মানুষের ওপর ভ্যাকসিন প্রয়োগ করে ফলাফল পর্যবেক্ষণ করা হবে।

Exit mobile version