Site icon Jamuna Television

শিমুলিয়াঘাটে শত শত মানুষ, ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
করোনারভাইরাসের সংক্রমণ উপেক্ষা করে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে মঙ্গলবার সকাল থেকে ভিড় করেছে ঈদকে সামনে রেখে শত শত ঘরমুখী মানুষ। এদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তাতেও থেমে নেই ফেরিঘাটে মানুষের আগমন। গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও তা উপেক্ষা করে ছোট ছোট যানবাহন দিয়ে, পায়ে হেঁটে তারা ঘাটে আসছে।

ঘাট থেকে ২ কিলোমিটার দুরে পদ্মানদীতে নোঙর করে রাখা হয়েছে ২ ফেরি। গতকাল বিকেল থেকেই এই নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

মুন্সিগঞ্জের মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, এতো মানুষ আসছে, কিভাবে পার হবে এ ব্যাপারে এখন বলতে পারছি না। এদিকে সকল নৌযান বন্ধ থাকায় ঘাটে পণ্যবাহী দু’শতাধিক গাড়ি রয়েছে পারাপারের অপেক্ষায়।

Exit mobile version