Site icon Jamuna Television

কন্যা সন্তানের বাবা হলেন উসাইন বোল্ড

অলিম্পিকে সোনাজয়ী স্প্রিন্টার, বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট কন্যা সন্তানের বাবা হয়েছেন।

রোববার বোল্টের গার্লফ্রেন্ড কাসি বেনেট এই কন্যা সন্তানের জন্ম দেন। এদিকে জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস টুইট করে বাবা হওয়ায় বোল্টকে সস্ত্রীক অভিনন্দনও জানান।

এরআগে গত মার্চে বাবা হতে চলেছেন সে খবর সামাজিক যোগাযোগ মাধ্যেমে জানায় উসাইন বোল্ড। কাসি বেনেটের সঙ্গে তাঁর সম্পর্ক প্রায় ছয় বছরের। যদিও এই সম্পর্কের কথা দীর্ঘদিন গোপন রেখেছিলেন ৩৩ বছর বয়সি এই প্রাক্তন স্প্রিন্টার।

পৃথিবীর সর্বকালের দ্রুততম মানব হিসেবে পরিচিত উসাইন বোল্ড। তিনি ১০০ মিটার দৌড় ৯.৫৮ সেকেণ্ডে এবং ২০০ মিটার দৌড় ১৯.১৯ সেকেণ্ডে শেষ করেন। বোল্ট নিজের করা বিশ্বরেকর্ড ২০১০ সালে ভেঙ্গে ফেলেন। তিনি ২০১২ সালের লন্ডন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছেন। ২০১৬ সালের রিও অলিম্পিকে ৯ টি সোনা জয় করেন ৷

Exit mobile version