Site icon Jamuna Television

শারীরিক দূরত্ব বজায় রাখতে বলে শপিংমল ও যানবাহন চালু রাখা সাংঘর্ষিক: ফখরুল

একদিকে শারীরিক দূরত্ব নিশ্চিতের কথা বলে আবার একই সময়ে সীমিত আকারে শপিংমল খোলা এবং যানবাহন চালু রাখার সরকারের এমন সিদ্ধান্ত সাংঘর্ষিক বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

আজ মঙ্গলবার গুলশানে বিএনপির চেয়ারপার্সন অফিসে এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি।

তিনি বলেন, সরকার শুরু থেকেই মানুষকে সুরক্ষিত রাখার বিষয়ে উদাসীনতা দেখিয়ে এসেছে। স্বাস্থ্যখাতকে অবহেলা করেছে। সরকারের ভুল সিদ্ধান্তে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে যা ভবিষ্যতে আর ভয়াবহ রূপ নিবে।

Exit mobile version