Site icon Jamuna Television

ফরিদপুরে করোনাভাইরাসে মুক্তিযোদ্ধার মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ৮০ বছর বয়সী একজন মুক্তিযোদ্ধার মৃত্যু হয়।

রবিবার ওই বৃদ্ধ এবং তাঁর স্ত্রীর (৭০) করোনা শনাক্ত হয়। করোনা শনাক্ত হওয়ার পরে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তারা। লকডাউন করা হয়েছিল তাদের বাড়িটি। ওই দম্পতি সম্প্রতি চিকিৎসক দেখাতে ঢাকার কচুখেতে ছেলের বাসায় গিয়েছিলেন। গত শনিবার তারা গ্রামে ফিরে আসেন। রবিবার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারীর চতুল ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মারা গেছেন করোনায় আক্রান্ত ৮০ বছর বয়সী ওই বৃদ্ধ। বিকেল চারটার দিকে ওই বৃদ্ধের বাড়ির পাশে একটি বাগানে স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফন করা হয়েছে।

Exit mobile version