Site icon Jamuna Television

ঘাটে আটকে পড়া মানুষের সাহায্যে এগিয়ে এলেন মুন্সিগঞ্জের এসপি

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আটকে পড়া যাত্রীদের সাহায্যে এগিয়ে এলেন মুন্সিগঞ্জের জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ আব্দুল মোমেন (পিপিএম)। বাস ভাড়া করে এসব যাত্রীদের বিনা খরচে ঢাকা ফেরত যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন তিনি।

দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে রাজধানী ঢাকা থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসা যাত্রীদের ঢাকা ফিরে যাবার নির্দেশ দিয়েছেন বিআইডব্লিউটিসি। ঈদকে সামনে রেখে কাঁঠালবাড়ী ঘাটে হাজার হাজার যাত্রী ঢাকা থেকে বাড়ির দিকে যাচ্ছেন।

মোঃ আব্দুল মোমেন জানান, সীমিত আকারে কয়েকটি ফেরি চললেও এতে অ্যাম্বুলেন্স, জরুরি পরিষেবা এবং সরকারি কর্মকর্তাদের গাড়ি পরিবহন করা হচ্ছে। লঞ্চ বন্ধ থাকায় ফেরিতে গাদাগাদি করেই রওনা হচ্ছেন সাধারণ যাত্রীরা। কেউই শারিরীক দূরত্ব বার্জায় রাখেছেন না। ফলে করোনার সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এর জন্য এমন উদ্যোগ নিয়েছেন তিনি।

Exit mobile version