Site icon Jamuna Television

রাজধানীর কাকরাইলেই করোনা শনাক্ত ২৯৮ জন

ফাইল ছবি

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত রাজধানী ঢাকাতেই। আইডিসিআরের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী শুধু কাকরাইল এলাকাতেই শনাক্ত ২৯৮ জন। এরপরই রয়েছে যাত্রাবাড়িতে ২৫৫ ও মহাখালীতে ২৪৭ জন।

রাজধানীর অন্যান্য এলাকার ভেতরে রাজারবাগে শনাক্ত হয়েছে ২০৬ জন করোনা রোগী। মুগদায়- ২২০, মোহাম্মদপুরে ২১৮, তেজগাঁওয়ে-১৫১, লালবাগে ১২৪, বাবুবাজারে ১১৭ ও বংশালে ৮৪ জন শনাক্ত।

এছাড়া, উত্তরায় ১৩৪, আগারগাঁওয়ে ৭৮, ওয়ারীতে ৭৬, শাহবাগে ৭৪ জন। গুলশান ও শ্যামলী উভয় জায়গাতেই শনাক্ত ৭১ জন। মগবাজারে ১৩৮, মালিবাগে ১১৬, বাড্ডায় ১০১, ধানমন্ডিতে ১১৬, খিলগাঁও-এ ৮৮ ও বংশালে ৮৪ জন শনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মিরপুরে ৯১, মিরপুর-১ এ ৫৮ , মিরপুর-১১ তে ৫০, মিরপুর-১২ তে ৪৩ ও মিরপুর-১৪ তে ৪২ জন শনাক্ত হয়েছে এখন পর্যন্ত।

Exit mobile version